দুবাইয়ের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুবাইয়ে বুর্জ খলিফার সামনেই ১ হাজার ১০৫ ফুট উঁচু ৭৯ তলা বিল্ডিং শুক্রবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। আগুনে দুবাইয়ের অন্যতম শীর্ষ আকাশচুম্বী ভবনটির ৫১ থেকে ওপরের ২০টি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর বিলাসবহুল ফ্ল্যাটগুলোয় শত শত সচ্ছল প্রবাসী বাস করেন।
বহু উঁচু থেকে জ্বলন্ত অংশ ভেঙে পড়তে থাকায় দুবাই মেরিনা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। অগ্নিনির্বাপণকর্মীরা দুই ঘণ্টার বেশি চেষ্টার পর অন্য ভবনে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সক্ষম হন।
১ হাজার ১০৫ ফুট উঁচু টর্চ টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনগুলোর একটি।
Posted by earthnews24 on Thursday, December 31, 2015
পোস্টটি যতজন পড়েছেন : 143
























