সঞ্জয় লীলা বনসালির ছবি মানেই জমজমাট কিছু৷ প্রতি ফ্রেমে নান্দনিকতার ছোঁয়া৷ পারফেকশন৷ ‘দেবদাস’ হোক কিংবা ‘রামলীলা’ তাঁর যে ছবি যে আলাদা ঘরানার তা বারবার প্রমাণ করেছেন পরিচালক৷ সেই ঘরানারই নবতম সংযোজন হতে চলেছে ‘বাজিরাও মস্তানি’৷ সম্প্রতি প্রকাশিত হল সে ছবির ফার্স্ট লুক৷
এ ছবিতেও আছে ‘রাম লীলা’ জুটি৷ আছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন৷ তবে এযাবৎ তাঁদের যেভাবে দেখা গিয়েছে, এ ছবিতে দেখা যাবে তার থেকে একদম অন্যরকম ভাবে৷ ছবিতে আছেন প্রিয়াঙ্কা চোপড়াও৷ রণবীর এখানে এক মারাঠ পেশোয়ার ভূমিকায়৷ অন্যদিকে দীপিকা হয়েছেন কুইন মস্তানি৷ প্রিঙ্কাকে দেখা যাবে কাশীবাইয়ের ভূমিকায়৷ ঐতিহাসিক প্রেক্ষাপটেই আখ্যানকে সমসাময়িক করে তুলেছেন সঞ্জয়৷
ছবি মু্ক্তি পাবে ১৮ ডিসেম্বর৷ একই সময় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘দিলওয়ালেও’৷ এর আগেও সাহরুখের ‘ওম শান্তি ওম’ এবং সঞ্জয়ের ‘সাওরিয়া’ মুক্তি পেয়েছিল একসঙ্গে৷ সেবার অবশ্য হাসি ফুটেছিল বলিবাদশার মুখে৷ এবার কার মুখে হাসি ফোটে সেদিকেই তাকিয়ে বলিপাড়া৷