
পেশাদার বক্সিং-কে বিদায় জানালেন রিং-এর কিং ফয়েড মেওয়েদার৷ শনিবার স্বদেশী আন্দ্রে বের্তোকে ৪৯-০ হারিয়ে রিং-কে গুডবাই জানালেন তিনি৷
পাঁচটি বিভাগে বিশ্বখেতাব জয়ী মেওয়েদারে ১৯ বছরের লড়াই থামল৷ শনিবারের লড়াইকেই সর্বকালের সেরা বলছেন তিনি৷ ৩৮ বছরের মেওয়েদার বলেন, ‘আগে থেকেই আমার পরিকল্পনা ছিল৷ এটা করতে চলেছে বলে আমি জানতাম৷ ১৯ বছরের কেরিয়ারে আমি ১৮ বছর বিশ্বচ্যাম্পিয়ন৷ প্রতিপক্ষ আমার সামনে এল, জানতাম ও কী করতে পারে৷ প্রতিপক্ষের থেকে আমি ১০ ধাপ এগিয়ে থাকতাম৷’ বিদায়ী বাউটে প্রতিপক্ষকে ৪৯-০ হারিয়ে এ কথা প্রমাণ করলেন মেওয়েদার৷
পোস্টটি যতজন পড়েছেন : ১০১