[english_date]

ফেসবুকের জরিমানা

বয়সের সত্যতা পরীক্ষা করার কোনও ব্যবস্থা নেই ফেসবুকে। তাই জরিমানা দিতে বাধ্য হল এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আদালতে গত চার বছর ধরে এই সংক্রান্ত মামলায় ফেঁসে ছিল ফেসবুক। ১১ বছরের এক নাবালিকা ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খুলে আপত্তিকর ছবি পোস্ট করেছিল। তার বাবাই ফেসবুকের বিরুদ্ধে এই মামলা করে।

উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা এই ব্যক্তির মেয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে মাত্র ১১ বছর বয়সে। এরপর নিজের আপত্তিকর ছবি তুলে সেগুলি পোস্ট করে দেয়। একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলে বহু ছেলেকে ইনভিটেশনও পাঠাতে শুরু করে। ফেসবুক অ্যাকাউন্ট গুলি বন্ধ করে দেয়। কিন্তু, ওই পরিবারের আইনজীবী ফেসবুকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি ছিল ফেসবুকের বয়স প্রমাণ করার ব্যবস্থা নেওয়া উচিৎ। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইনের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ১৩ বছরের নিচে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ। তবে মিথ্যা বয়স দিয়ে সাইন ইন করতে চাইলে তা ধরার কোনও ব্যবস্থা নেই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ