
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহারণ শুরু হওয়ার আগে ব্যাটে হাতে দলকে জেতালেন মহেন্দ্র সিং ধোনি৷ আহত ব্রিটিশ সৈনিকদের সাহায্যার্থে হিরোস একাদশের হয়ে বিশ্ব একাদশের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ভারতের ওয়ান ডে অধিনায়ক৷ ওভালে দলকে জিতিয়ে ম্যাচের সেরা পুরস্কার ছিনিয়ে নেন ধোনি৷
বৃহস্পতিবার ওভালে ২২ হাজার দর্শকের সামনে টি-২০ চ্যারিটি ম্যাচে ২২ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন মাহি৷ প্রথম ব্যাট করে ছ’ উইকেটে ১৫৮ রান তোলে ব্রেন্ডন ম্যাকালামের দল৷ ৩৬ রানের ইনিংস খেলে শুরুটা দারুণ করেন ম্যাথু হেডেন৷ ম্যাকালাম ও মাহেলা জয়বর্ধনের ব্যাটে হিরোস একাদশের সামনে ১৫৯ রানের টার্গেট রাখে বিশ্ব একাদশ৷ জবারে বীরেন্দ্র সেহওয়াগ (৩০) ও অ্যান্ড্রু স্টসের (২৬) ব্যাটে শুরুটা ভালো হয় হিরোস একাদশ৷ শেষ দিকে ধোনির ব্যাট ম্যাচ জিতে নেয় তারা৷ টেস্ট থেকে অবসর নেওয়ায় শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে যাননি ধোনি৷ অক্টোবরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সিরিজে নামবেন মাহি৷ ২ অক্টোবর ধরমশালায় ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০৷