১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফাইনালে মুখোমুখি রিয়াল-বায়ার্ন

কোন ক্লাব সেরা? জার্মান ক্লাব বায়ার্ন নাকি স্প্যানিশ ক্লাব রিয়াল? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া এর উত্তর খুঁজে পাওয়া কঠিন। তবে প্রাক মৌসুম প্রস্তুতিমুলক টুর্নামেন্ট, অডি কাপে সে উত্তর পাবেন ফুটবল ভক্তরা। কেননা এই আসরের ফাইনালে যে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হাইভোল্টেজ এই ম্যাচ শুরু হবে আজ রাত পৌনে ১টায়।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হতে আর কিছু দিন বাকি। এরই মাঝে নতুন পুরোনো ফুটবলারদের মিশেলে নিজেদের গুছিয়ে নিয়েছে ক্লাবগুলো। তবে, ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগে বড় বড় ক্লাবগুলো লড়াই করে সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর অডি কাপ, তারই অংশবিশেষ। যেখানে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।

একদিকে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল। যাদের প্রাক প্রীতি মৌসুমের শুরুটা রোমার বিপক্ষে হার দিয়ে শুরু হলেও, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মাদ্রিদিস্তানদের। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলানকে হারানোর পর অডি কাপে এসি মিলান, টটেনহাম হটস্পারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়া। নতুন কোচ রাফা বেনিতেজের অধীনে যেনো থামছেই না লস ব্ল্যাঙ্কোসদের জয়যাত্রা।

তবে, এবারের লড়াইটা যে অডি কাপের ফাইনাল। তাও আবার প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। যাদের বিপক্ষে ৫বারের দেখায় তিনবার জয় পেলেও, এ ম্যাচে কিছুটা হলেও পিছিয়ে থাকবে মাদ্রিদিস্তানরা। কেননা, ইনজুরির কারণে এ ম্যাচে রিয়াল পাচ্ছেনা রোনালদো ও বেনজেমাকে। তবে, তা নিয়ে অবশ্য চিন্তার ভাঁজ কপালে না নিয়ে বেল, রদ্রিগেজদের নিয়েই শিরোপা জিততে চায় রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে, স্বাগতিক বায়ার্ন মিউনিখের সামনে থাকছে প্রতিশোধ নেয়ার সুযোগ। কেননা, এই ঘরের মাঠেই গেলো বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের লজ্জা পেতে হয়েছিলো বাভারিয়ানদের। এছাড়া লস ব্ল্যাঙ্কোসদের বিপক্ষে পরিসংখ্যানটাও খুব একটা সুখকর নয় তাদের। তার ওপর আবার ফ্রাঙ্ক রিবেরী ও আরিয়েন রোবেনের ইনজুরি কিছুটা হলেও ভোগাবে কোচ পেপ গার্দিওলাকে।

তবে, এতকিছুর পরেও গার্দিওলার জন্য সুখকর বিষয় হলো ক্লাবটির বর্তমান ফর্ম। যেখানে ডগলাস কস্তা ও আরতুরো ভিদালদের মত নতুন তারকাদের মিশেলে গড়া দল নিয়ে শিরোপার লক্ষ্যেই মাঠে নামবে বাভারিয়ানরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ