ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ইংল্যান্ড পর্বে এবার চেলসির মুখোমুখি হতে যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট ফিওরেন্তিনা। চেলসির মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে আজ রাত ১টায়। অন্যদিকে, প্রীতিম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব রোমা। নূ-ক্যাম্পে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ রাত দুইটা ১৫ মিনিটে।
গেল মৌসুমটা দূর্দান্তই কেটেছে চেলসির। লিগ শিরোপা জয়ের পর সেই ধারাবাহিকতা ধরে রেখে তারা এবারের প্রাক মৌসুমে চায়না পর্বে বার্সেলোনাকে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শিরোপার স্বাদও পেয়েছে। তাই দরজায় কড়া নাড়া আসন্ন মৌসুমের জন্য নিজের ঝালিয়ে নিতেই ব্যস্ত ব্লুজরা।
কমিউনিটি শিল্ডে অবশ্য সবশেষ ম্যাচে মরিনহোকে হারতে হয়েছে তার চিরপ্রতিদ্বন্দী ওয়েঙ্গারের কাছে। যে হারের ফলে ঐ আসরের শিরোপাটাও খুইয়েছে তারা। তবে, ফিওরেন্তিনার বিপক্ষে মাঠে নামার আগে সেসব কিছুই মাথায় আনছে না স্বাগতিকরা। আর সেই হিসেবে মিস্টার স্পেশাল ওয়ানের ভরসা দলের মাঝ মাঠের স্তম্ভ হ্যাজার্ড, অস্কার ও উইলিয়ানের ওপর। সেই সাথে ব্লুজদের জার্সি গায়ে দেখা যেতে পারে নতুন মৌসুম শুরু করা কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও।
অন্যদিকে, ফিওরেন্তিনাও আছে দারুন ছন্দে। গেল ম্যাচেই গেলবারের ট্রেবল জয়ী বার্সেলোনাকে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের স্বাদ পেয়েছে তারা। পাশাপাশ, শেষ দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে সৌসার শীষ্যরা। আর, এখানেও লিলিসদের হয়ে ভরসা যোগাচ্ছেন আগের ম্যাচের তারকা ফেদরিকো বেনারদেশচি। আর সেই সাথে অতিথিদের পালে প্যাসকেল, মারিও সুয়ারেজ ও জোয়াকুইনের মত ফুটবলাররা দিচ্ছেন বাড়তি হাওয়া। আগের ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামার ঘোষনা দিয়েছেন ফিওরেন্তিনা বস পাওলো সৌসা।
অন্যদিকে, প্রীতি ম্যাচে মাঠে নামছে বার্সেলোনও। প্রতিপক্ষ, ইতালিয়ান ক্লাব রোমা। যদিও প্রাক মৌসুমটা একেবারেই খারাপ কেটেছে কাতালানদের। তিন তিনটি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলেও তারা এখনো শিরোপা বঞ্চিতই রয়েছে। টানা তিন ম্যাচে তারা হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও অপেক্ষাকৃত দূর্বল ফিওরেন্তিনার কাছেও। তবে ঐ ৩টি ম্যাচেই খেলেননি বার্সার সেরা দুই সেনানী মেসি ও নেইমার। তবে এ ম্যাচের মধ্য দিয়েই বার্সার হয়ে মাঠে ফিরতে পারেন তারা। ১১ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির সুযোগ পাচ্ছে এনরিকের শিষ্যরা।
বার্সার প্রতিপক্ষ রোমা অবশ্য আন্ডারডগ হওয়ায় নির্ভার হয়েই মাঠে নামছে। সাম্প্রতিক ফর্ম অবশ্য ভালো যাচ্ছে না লুপিসদের। শেষ ৫ ম্যাচে ৪টিতে হারের ফলে কোনঠাসা অবস্থায় আছে তারা। তার পরও কাতালানদের বিপক্ষে প্রতিরোধ গড়তে প্রস্তুত রুডি গার্সিয়ার শিষ্যরা।