১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রায় ৩০ হাজার ভারতীয় নার্স চাকরি হারাচ্ছে

ডেভিড ক্যামেরুনের নয়া অভিবাসন আইনের ফলে ব্রিটেনে কর্মরত প্রায় ৩০ হাজার ভারতীয় নার্স চাকরি হারাতে পারেন। নয়া আইনে বলা হয়েছে, ইউরোপীয়ান ইউনিয়নের বাইরে থেকে ব্রিটেনে এসে কর্মরত নার্সরা ছ’বছরের বেশি চাকরি করতে পারবেন না। কিন্তু একসঙ্গে এতজন নার্স চাকরি হারালে সে দেশের হাসপাতালগুলিতে নার্সদের শূন্যতা দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট চিকিৎসকেরা।

দ্য মিরর ইউকে-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ হাজার অ-ইউরোপীয় ইউনিয়ন নার্সদের উপর খাঁড়া নেমে আসতে চলেছে। নয়া আইন লাগু হলে যে শুধু ব্রিটেনের হাসপাতালগুলিতে নার্সদের জন্য হাহাকার দেখা দেবে তাই নয়, যে সমস্ত সংস্থা বিদেশী নার্স নিয়োগ করতে প্রতি বছর অন্তত ১৮০ মিলিয়ন ইউরো খরচ করে, তারাও বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ