গতবার কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গিয়েছিল প্যারিস সাঁ জাঁর চ্যম্পিয়ন্স লিগ অভিষান৷ এবার মালমোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষান শুরু করল প্যারিসের ক্লাবটি৷ দলের হয়ে প্রথম গোল করেন ডি মারিয়া৷প্রিমিয়ল লিগ ছাড়ার পরে এবার প্রথম প্যারিসে খেলছেন৷ ক্লাবে যোগ দেওয়ার পরেই বলেছিলেন প্যারিস সাঁ জাঁ-কে চ্যাম্পিয়ন্স লিগ খেতাতে চান৷ প্রথম ম্যাচ জেতার পরে উচ্ছ্বসিত মারিয়া বলছেন তাঁর লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন্স লিগ খেলানো ৷ সেই লক্ষ্যে স্থির তিনি৷
মারিয়া বলেছেন, ‘আমরা এখন একটা ধাপ এগোলাম৷ পিএসজি এখন দারুণ ছন্দে রয়েছে৷ আমরা গতবার কোয়ার্টার ফাইনালে উঠে হেরে গিয়েছিলাম৷ তাই এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা৷ আমরা সেই লক্ষ্যে স্থির৷এবার ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী৷’
পোস্টটি যতজন পড়েছেন : ২১৮