৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেস বোলার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে আটক

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পেস বোলার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে আটক করেছে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান জানিয়েছেন রোববার ভোরে ঢাকার মালিবাগে শাহাদাত হোসেনের বাবার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজই তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।
ক্রিকেটার শাহাদাতের অবস্থান জানার জন্য তার স্ত্রীকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানান ভূঁইয়া মাহবুব হাসান।
এখন তিনি মিরপুর মডেল থানা হেফাজতে রয়েছেন।
সেপ্টেম্বরের ৬ তারিখ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠে।
ওই দিন সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে ১৩ বছর বয়সী গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে স্থানীয় মানুষজনের সহায়তায় উদ্ধার করেন খন্দকার মোজাম্মেল হোসেন নামে একজন সাংবাদিক।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার শরীরে প্রচুর পুরনো ও নতুন নির্যাতনের চিহ্ন রয়েছে।
তার একটি পা ভাঙা ছিল।
বছর খানেক আগে গৃহকর্মী হিসেবে যোগ দেয়ার পর থেকেই তাকে শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্য দুজনেই নিয়মিত মারধোর করতো বলে অভিযোগ রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ