[english_date]

পুরনো বাইকে সওয়ার পিট

পছন্দ হল মানেই, সেই বাইক ব্র্যাড পিটের। ইতিমধ্যে পিট গ্যারেজে জমিয়ে ফেলেছেন ১০ টি ভিন্ন ধরনের মোটরসাইকেল। ব্র্যাডের এই বাইক প্রেম কারও অজানা নয়। তা বলে আড়াই লক্ষ কোটি ডলারের বাইক! তাও আবার পুরনো! যাদের এই টাকার অঙ্ক শুনে চক্ষু ছানাবড়া হয়েছে, তাদের বলি “ওল্ড ইজ গোল্ড’। কারণ নায়ক যে বাইকটি এতো টাকা দিয়ে কিনেছেন সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের ব্যবহৃত।bike

‘ইনগ্লোরিয়াস বাস্টর্ডস’ এবং ‘ফিউরি’ অভিনয় করার পর অ্যান্টিক জিনিসের উপর আকর্ষণ বেড়েছে নায়কের। তাই সম্প্রতি একটি নিলামে গিয়ে ১৯৪২-এ তৈরি এই বিশাল বাইকটি কিনে ফেলেন। যা যুদ্ধের সময় জঙ্গল, মরুভূমি, পাহার অতিক্রম করতে জার্মান সেনাদের একমাত্র ভরসা ছিল।

জানা গিয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর এই বাইকটি স্থানীয় একটি অকশন হাউসে বিক্রি করে দেন এক জার্মান সৈনিক। ঘটনাচক্রে এটি আবার অ্যাথেন্সের এক বাইক কালেক্টর ইয়ানিসের হাতে পড়ে যায়। আর ইয়াসিন থেকে এখন সেটা পিটের দখলে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ