৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরনো প্রেম আবার জেগে উঠেছে রণবীর-দীপিকা

টিনসেল টাউনে ফিরে এসেছে পুরনো বসন্ত। পুরনো প্রেম আবার জেগে উঠেছে রণবীর-দীপিকার। না অনস্ত্রিন নয়, অফ স্ক্রিনেও বেশ মাখোমাখো অবস্থায় প্রায়সই দেখা মিলছে তাঁদের। বলিপাড়ায় তাই গুঞ্জন ইমতিয়াজের হাত ধরেই আবার পুরনো সম্পর্কে দীপিকা-রণবীর। যে যাই হোক আর কিছুদিন বাদেই জম্মদিন রকস্টারের। আর রণবীর নিজেই পুরনো বান্ধবীর কাছ থেকে চেয়ে নিলেন বার্থ-ডে গিফট। কি সেই গিফট নিশ্চয় জানতে ইচ্ছা করছে। তাহলে বলি বাজারে কিনতে পাওয়া কোনও জিনিস নয়। বরং বলা ভাল যা ছাড়া কিছুই কেনা যায় না। হুম, নগদ টাকা।

সময়টা বেশ খারাপই যাচ্ছে রণবীরের। বক্স-অফিসে পর পর দুটি ছবি ফ্লপ। তবে এমনও খারাপ সময় আসেনি নায়কের যে তাঁকে টাকা চাইতে হবে। আসলে সম্প্রতি ‘তামশা’-এর ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর-দীপিকা। সেখানে রণবীরের জন্মদিনে কি গিফট দিচ্ছেন দীপিকা জানতে চাইলে। নায়িকা জানান ‘‘রণবীরের কাছে সবই রয়েছে। আমি আর ওকে নতুন করে কী দেব? শুধু ওর জন্য অনেক ভালবাসা। আমি চাইব ও খুব খুশি থাকুক।’’ এই সময়  রণবীরের গিফটের জন্য দীপিকাকে ব্ল্যাঙ্ক চেক দিতে বলেন ইমতিয়াজ। তখনই রণবীর বলে ওঠেন চেক নয় তিনি নগদ টাকাই চান।

আগামী ২৮ সেপ্টেম্বর ৩৩-এ পা দেবেন রণবীর।  বার্থ-ডে প্ল্যান সম্পর্কে রণবীরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “ অনেকের কাছে জন্মদিনটা স্পেশাল। তবে আমার কাছে এইদিনটা খুবই দুঃখের। তাই সারাটা দিন আমি কাজ করেই কাটাব”।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ