
কন্যাকে হারিয়েছিলেন বছর তিনেক আগেও৷ এবার পুত্রকেও হারালেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে৷ ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন তাঁর ছেলে হেমন্ত ভোঁসলে৷ ২০১২ সালে যখন তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠান করছিলেন, তখন মুম্বইয়ে আত্মহত্যা করেন তাঁর কন্যা৷ ঘটনাচক্রে এবারও তিনি সিঙ্গাপুরেই অনুষ্ঠান করছিলেন যখন তাঁর সন্তানের মৃত্যুসংবাদ আসে৷ তখনই তাঁকে এ বিষয়ে কিছু জানানো হয়নি৷ পরে তিনি সন্তানের প্রয়াণের খবর শোনেন৷
আশাজির ছেলে থাকতেন স্কটল্যান্ডে৷বেশ কিছুদিন ক্যানসারে ভুগছিলেন তিনি৷ মারণরোগের সঙ্গে লড়াইয়ে শেষমেশ তিনি পরাজিত হন৷ গত রবিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ আশাজিকে এ খবর দেওয়া হয় সিঙ্গাপুরের অনুষ্ঠানের শেষে৷ মুম্বই ফিরে তিনি গিয়েছেন দিদি লতাজির বাড়িতে৷ প্রসঙ্গত সোমবার ছিল লতাজির ৮৬ তম জন্মদিন৷ দিদির সঙ্গে দেখা করে তিনি স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানা গিয়েছে৷
হেমন্ত ভোঁসলে বলিউডে কয়েকটি ছবিতে সঙ্গীত পরিচালকের কাজও করেছিলেন৷ স্ত্রীর সঙ্গে হেমন্তের বিচ্ছেদের সঙ্গে মায়ের সঙ্গে তাঁর দুরত্ব বাড়ে, কেননা আশাজি তাঁর বউমাকেই সমর্থন করেছিলনে৷ পরিবারের থেকে তখনই নিজেকে আলাদা করে নিয়েছিলেন হেমন্ত৷ তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া ভোঁসলে পরিবারে৷