১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৭৯

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

শুক্রবার রাতে  তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, জেদ্দায় বাংলাদেশের নিযুক্ত কনসাল জেনারেল এ কে এম শহিদুল করীম নিহত হাজির সংখ্যা ৬৭ জন বলে উল্লেখ করেছিলেন। এছাড়া ১৩০ জন বাংলাদেশি হাজি সেই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

এ সময় ১ শ’ ৯ জন বাংলাদেশি হাজির সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন কনসাল জেনারেল। নতুন করে নিহতের সংখ্যা বৃদ্ধির খবর পাওয়ায় এ সংখ্যা এখন ৯৭ এ নেমে আসলো।

কনসাল জেনারেলের মতে, সেই ঘটনায় মোট ১ হাজার ৫শ’ ৪৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ভারত সরকার জানিয়েছে ৮১ জন ভারতীয় হাজি ওই দুর্ঘটনায় নিহত হন। এছাড়া ইরানের ৪৬৫ জন, মিশরের ১৪৮ জন এবং ইন্দোনেশিয়ার ১২০ জন হাজি মিনায় পদদলিত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে এপি। 

এর আগে, সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়, ২৪ সেপ্টেম্বর মিনা দুর্ঘটনায় ৭শ’ ৬৯ জন হাজির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৯শ’ ৩৪ জন।

তবে ইরান পাকিস্তান এবং ভারত অভিযোগ করে আসছিল মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করছে না সৌদি সরকার। এখনও মিনা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ