৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নয়া Alphabet ব্লক করল চিন

২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যে গুগলের নয়া অ্যালফাবেট ব্লক করে দেওয়া হল চিনে।

গতকাল, মঙ্গলবারই গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ জানান,  ব্যবসা ঢেলে সাজছেন তাঁরা। এ বার থেকে মূল সংস্থার নাম হবে অ্যালফাবেট। তার নেতৃত্ব দেবেন তিনি এবং গুগলের সহ- প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। আর সেই অ্যালফাবেটের প্রধান শাখা হবে গুগল। যার আওতায় থাকবে অ্যান্ড্রয়েড, সার্চ, অ্যাড (বিজ্ঞাপন), ইউটিউব, ম্যাপের মতো ব্যবসা। অ্যালফাবেটের নয়া ওয়েবসাইট www.abc.xyz -কে ব্লক করে দেওয়া হল চিনে। যেখানে বিশ্বের সবথেকে বৃহৎ ইন্টারনেট সেন্সরশিপ সিস্টেম চালু রয়েছে। গোটা বিশ্ব একনামে চেনে “Great Firewall” বলে। ব্লক করে দেওয়া হলেও চিনের সর্ববৃহৎ দৈনিক পিপলস ডেইলি-তে কিন্তু গুগলের নয়া কাঠামো পাতাজোড়া জায়গা করে নিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ