২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘নিহত হোসি কোমিও জাপানি নাগরিক না বাংলাদেশি আলু ব্যবসায়ী’ [ভিডিওসহ]

‘নিহত হোসি কোমিও জাপানি নাগরিক না বাংলাদেশি আলু ব্যবসায়ী’ [ভিডিওসহ]

রংপুরে নিহত জাপানি নাগরিক হোসি কোমিওকে বাংলাদেশি আলু ব্যবসায়ী বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রতিক্রিয়ায় শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।

এইচটি ইমাম বলেন, ‘হোসি কোমিও জাপানি নাগরিক আসলে নয়, তিনি বাংলাদেশি নাগরিক। তিনি রংপুরে আলু ব্যবসা করতেন। এসব তথ্য আমরা সংগ্রহ করেছি।’

উল্লেখ্য, শনিবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হোসি কোমিও। তিনি জাপানি নাগরিক বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হোসি কোমিও। তিনি জাপানি নাগরিক বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে এরই মধ্যে সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে ঢাকাস্থ জাপান দূতাবাস এবং মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের পক্ষ থেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ