[english_date]

নিহতের সংখ্যা চার হাজার ছাড়াল!

মক্কার দুর্ঘটনায় নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে বলে সৌদি স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। আরবের সংবাদ মাধ্যম আল-আলম সৌদি স্বাস্থ্য মন্ত্রকের তথ্য সূত্র দিয়ে এই খবর জানিয়েছে। আল-আলমের খবরে বলা হয়েছে- সৌদি উপ-স্বাস্থ্যমন্ত্রী হামাদ বিন মোহাম্মাদ আল-দুয়েলা বলেছেন, প্রাপ্ত ছবির ভিত্তিতে দেখা যাচ্ছে নিহতের সংখ্যা ৪১৭৩।

তবে সৌদি আরবের অন্য কোনও কর্মকর্তা এখনও পর্যন্ত এবিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ওইদিন ভিড়ের চাপে মরতের সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি হবে বলেই অনুমান করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ