[english_date]

নাইজেরিয়ায় রকেট নিয়ন্ত্রিত গ্রেনেড ও আত্মঘাতী বোমা হামলা

নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাইদুগুরি শহরে রকেট নিয়ন্ত্রিত গ্রেনেড ও দুইজন নারীর আত্মঘাতী বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

মাইদুগুরির একটি গ্রামে তিনটি ট্রাকের আড়াল থেকে আকস্মিকভাবে বোকো হারামের জঙ্গিরা সাধারণ নাগরিকদের গুলি করতে শুরু করে। সেনাবাহিনী তাদের বাধা দেয়ার সময়ে পালাতে থাকা জনগণের দিকে দুই নারী ছুটে গিয়ে ‘বোকো হারাম’ বলে চিৎকার করে আত্মঘাতী বোমা হামলা করেন। মাইদুগুরির একটি গ্রামের প্রধান জানিয়েছেন, তার পরিবারের ১০ জন নিহত হয়েছেন এই হামলায়।

এই হামলা এমন সময়ে হলো যখন দেশটির প্রেসিডেন্ট দাবি মুহাম্মদ বুহারি দাবি করেছেন, যে বোকো হারামকে তার সরকার প্রায় পরাজিত করে ফেলেছে। নাইজেরিয়ায় ছয় বছরে বোকো হারামের হামলায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২৩ লক্ষ গৃহহীন হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ