প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ফেসবুকের সদর দফতর থেকে বেরিয়ে গেলেন গুগল ক্যাম্পাসে। যেখানে গুগলের ভারতীয় সিইও সুন্দর পিচাই তাঁকে ঘুরিয়ে দেখান গুগলের দফতর। সেই সঙ্গে পিচাই সংস্থার বেশ কয়েকটি সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টও দেখান মোদীকে।
ক্যালিফর্নিয়ার মাউন্টেন ভিউতে সুন্দর পিচাইয়ের সঙ্গে গোটা অফিস ঘুরে দেখেন মোদী। পিচাইকে মোদী অনুরোধ করেন, পাটনার খাগুলকে গুগল আর্থে ‘পিন পয়েন্ট’ করে রাখার উপর। এই স্থানেi জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট।
বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ এই সফরকে ‘প্রজেক্ট ফর প্রগ্রেস’ বলে মন্তব্য করেন সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে। পিচাই মোদীকে সবিস্তারে বোঝান, গুগল আর্থ ও স্ট্রিট ভিউয়ের নিরাপত্তা ও দিক নির্দেশনার খুঁটিনাটি। মোদী এই সফরকে ‘গুগল গুরুর কাছে যাত্রা’ বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী মোদীকে তাঁর ডিজিট্যাল ইন্ডিয়া প্রকল্পের জন্য চারটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রজেক্ট ঘুরে দেখান পিচাই। তারপর পিচাইয়ের বিশেষ অনুরোধে ‘প্রজেক্ট আইরিশ’ ও ‘স্মার্ট লেন্স’ প্রকল্পও ঘুরে দেখেন মোদী। শেষে গুগল ‘হ্যাকাথন’ প্রকল্প দেখেন মোদী। সেখানে তিনি বলেন, ভারতীয় যুবাদের আরও বেশি করে এধরনের অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। সবশেষে গুগলের কর্তা ও সংস্থার কর্মীদের সঙ্গে গ্রুপ ফটো তুলে দফতর থেকে বিদায় নেন মোদী।