আর্থনিউজ২৪:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নতুন ব্রিজ এলাকায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ রফিক নামে ৫০ বছর বয়সী এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। রফিক চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাজু মিয়ার ছেলে।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আর্থনিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরে মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকা থেকে একটি অটোরিকশা নাজিরহাটের দিকে আসার সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে রফিক নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২২২