৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু

জয় দিয়েই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করলেন পিভি সিন্ধু৷ মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডে ডেনমার্কের খেলোয়াড় লাইন জিয়ার্সফেল্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার৷ তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেতেন সিন্ধু৷ তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১১, ১৭-২১, ২৬-২১৷ প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমে লাইনের দুরন্ত ফর্মের কাছে হার মানেন তিনি৷ কিন্তু তাতে দমে যাননি৷ শেষ গেমে জোরদার লড়াই দিয়ে জয় ছিনিয়ে নেন বিশ্বের ১৩ নম্বর সিন্ধু৷ 

বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা দু’বার ব্রোঞ্জজয়ী সিন্ধু এবার পদক জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া৷ এর আগে পুরুষ সিঙ্গলসে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পারুপল্লী কাশ্যপ ও এইচএস প্রণয়ও দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ