[english_date]

দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

দিনাজপুর সদরের বড়গ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মোঃ নুরুজ্জামান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভারতের একটি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় তারা মারা যান।

নিহত নুরুজ্জামান সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম চেনপাড়া গ্রামের মোঃ সহিদুর রহমানের ছেলে।
২৯ বিজিবি অধিনায়ক লে কর্নেল মোঃ কোরবান আলী জানান, সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম চেনপাড়া গ্রামের মোঃ সহিদুর রহমানের ছেলে মোঃ নুরুজ্জামান বুধবার রাত ২টা ৩০মিনিটে বড়গ্রাম সীমান্তের ৩১২ নম্বর মেইন পিলার পেরিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে দক্ষিণ দিনাজপুরের এলেনদারী নামক স্থানে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে সকালে সে মারা যায়।
এ ব্যাপারে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি প্রদান করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ