২০১৭ সালের ফেব্রুয়ারিতে থাইল্যান্ডেরসাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেদেশের জুন্টা সরকার বুধবার এই তথ্য জানিয়েছে। নতুন সংবিধান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এর আগে নির্বাচন করা সম্ভব হবে না বলেও জানিয়েছে সরকার। ২০১৪ সালের মে মাসে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করে জুন্টা। এরপর তারা ১৮ মাসের মধ্যে সাধারণ নির্বাচন করার কথা ঘোষণা করে। কিন্তু সেই তারিখ কয়েক দফা পিছিয়ে এবার ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়েছে।
বুধবার রাজধানী ব্যাংককে উপপ্রধানমন্ত্রী উইসানু ক্রেয়া-নগাম জানান, নতুন সংবিধান প্রণয়নে আরও ২০ মাস সময় লাগবে। তিনি আরও বলেন, ঠিক ২০ মাস সময়ই লাগবে। আমরা আশা করছি ২০১৭ সালের জুনে সাধারণ নির্বাচন হবে। এক মাস পর আমরা নতুন নির্বাচিত সরকার পাব।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৬