
ত্বকের রুক্ষতা ও চুলের খুশকির জন্যে নাজেহাল দশা ! সবকটি বিউটি প্রডাক্টকে বাতিল করে গ্লিসারিনকে আপন করে নিন । মিরাকেলের মতো কাজ দেবে এক চুটকি গ্লিসারিন । ত্বকে ও চুলে নিয়মিত গ্লিসারিনের ব্যবহার আপনাকে পরমা সুন্দরী করে তুলবে, ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া গ্লো…।
ত্বকের জন্যে গ্লিসারিন –
- গ্লিসারিন ত্বককে সুন্দর ও তারুণ্যে ভরিয়ে তোলে । মুখে, হাঁটুতে ও কনুইয়ে এক চিলতে গ্লিসারিন লাগিয়ে দেখুন, রুক্ষতা হাওয়া হয়ে যাবে ।
- বিরক্তিকর ব্রণ, অ্যাকনে, ব্ল্যাকডেস্ থেকে রেহাই দেয় গ্লিসারিন । ত্বকের কোশ উন্নত করে ।
- ত্বকের জীবাণুর সংক্রমণ ও তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে গ্লিসারিন বাঁচায় ।
- হাইগ্রোস্কোপিক গুণ থাকায় ত্বকের ক্ষয়ক্ষতি মেরামতি করে গ্লিসারিন ।
- জলে গ্লিসারিন মিশিয়ে লাগালে ত্বক সজীবতা ফিরে পায় । ত্বক ময়েশ্চেরাইজ়ড হয় ।
- বলিরেখা নির্মুল করতে সাহায্য করে গ্লিসারিন । ত্বকের তারুণ্য ধরে রাখে ।
- চুলের জন্যে গ্লিসারিন –
- একটুখানি গ্লিসারিন স্কাল্পকে ঠান্ডা করে খুশকি দূর করে ।
- কোঁকড়া চুলে নিয়মিত গ্লিসারিন লাগালে তফাতটা বুঝতে পারবেন । দারুণ উপকারী ।
- চুলে পুষ্টি ও ময়েশ্চার জোগায় গ্লিসারিন । সুস্থ, স্বাভাবিক চুল পেতে পারেন আপনি ।
- অনেকের স্কাল্প চুলকোয় । সেই জ্বালা থেকে বাঁচায় গ্লিসারিন ।
- চুলকে ময়েশ্চারাইজ় করে লম্বা হতে সাহায্য করে গ্লিসারিন । চুল পরার সমস্যা থাকে না ।
পোস্টটি যতজন পড়েছেন : ২৪৫