চিনের বন্দর শহর তিয়ানজিনে বিস্ফোরণে মৃত বেড়ে ১১২ ছুঁল। রবিবার প্রশাসন সূত্রে খবর, এখনও অন্তত ৯০ জন নিখোঁজ। ধ্বংস্তুপের নিচ থেকে মৃতদেহ খুঁজতে সময় লাগছে উদ্ধারকারীদের।
স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ মৃতের সংখ্যা ১১২ বলে সরকারি ঘোষণা করা হয়েছে। খবর পিটিআইয়ের। পুলিশ আধিকারিক গং জিয়ানসেংকে উদ্ধৃত করে এ খবর জানানো হয়েছে।চিনের বন্দর নগরীতে ভয়াবহ আগুন লেগে অন্তত ৭০০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ৮৫ জন দমকলকর্মী। চিনের ইতিহাসে এরকম ভয়াবহ আগুন লাগার নজির কমই রয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৮৫