ঢাকা মেডিকেল কলেজ থেকে পালিয়েছেন খুনের মামলার এক আসামি। তার নাম তাজুদ খাঁ (৩৫)। বৃহস্পতিবার নেত্রকোনা থেকে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকার হাসপাতালে আনা হয়েছিল।
শনিবার সকালে তাজুদ পালিয়ে যান বলে পুলিশ জানায়। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার লক্ষ্মীপুর গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাজুদের পাহারায় শুক্রবার সন্ধ্যার পর ছিলেন রাজারবাগ পুলিশ লাইনের সহকারী উপ পরিদর্শক নিরঞ্জন কুমার দাস ও কনস্টেবল মাসুদ রানা।
নিরঞ্জন বলেন, “সকাল ৭টার দিকে আসামিকে বাথরুম করাই। এরপর খালি গায়ে ও খালি পায়ে সে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে হাঁটাচলা করছিল।”
এরপর কোনো এক ফাঁকে পালিয়ে যান তাজুদ।
তাজুদের হাতে কোনো হ্যান্ড কাপ ছিল না। পুলিশ কর্মকর্তা নিরঞ্জন বলেন, ‘ভুলবশত’ হ্যান্ডকাপ আনেননি তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ২০৭