[english_date]

ড্রোন ধরল হামাস

প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলের আরও একটি গোয়েন্দা ড্রোন ধরেছে হামাস। দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ইজরায়েলের ড্রোন ধরল তারা। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তরাঞ্চলীয় গাজার বেইত লাহিয়া শহরের কাছে শনিবার রাতে ইজরায়েলের ড্রোনটি ভূপাতিত হয়। এর পরেই তা কব্জা করেন হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসাম ব্রিগেডের সদস্যরা। অবশ্য আল-কাসসাম ব্রিগেড এখনও আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছুই জানায় নি।

গত ২২ জুলাই স্কাইলার্ক-ওয়ান নামের একটি ইজরায়েলি ড্রোন কব্জা করেছিল আল-কাসসাম ব্রিগেড। ড্রোনটির নিরাপত্তার খতিয়ে দেখে এবং এর ভিতরে বসানো সিস্টেম ও প্রযুক্তি পরীক্ষা করে স্কাইলার্ক-ওয়ানকে নিজেদের কাজে লাগায় হামাস। এই জন্য স্কাইলার্ক-ওয়ানকে নতুন করে অ্যাসম্বলও করতে হয়েছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ