ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটের ফতুল্লার পাগলা রেলস্টেশনে শুক্রবার রাতে আব্দুল হাকিম (৪০) নামে এক ট্রেনযাত্রীর চোখ উপড়ে ফেললেন ট্রেনের টিকিট চেকার। পরে আহত ওই যাত্রীকে উদ্ধার করে ঢাকা ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল হাকিম ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত আকবর রোলিং মিলের শ্রমিক। ঘটনায় মূল অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ঢাকা থেকে ট্রেনটি ছাড়ার পর ট্রেনের যাত্রী আব্দুল হাকিমের সঙ্গে টিকেট কাটা নিয়ে টিকিট চেকার সোহেল মিয়ার তর্ক হয়। এক পর্যায়ে সোহেল কলম দিয়ে ট্রেনযাত্রী আব্দুল হাকিমের ডান চোখে আঘাত করে। যাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায় বলে খবর। ঘটনার পরেই পাগলা স্টেশনে ট্রেনটি থামতেই পালিয়ে যান অভিযুক্ত টিটি।
পোস্টটি যতজন পড়েছেন : ২০২