৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরি ঋদ্ধির

টেস্ট ক্রিকেটে প্রথম হাফ-সেঞ্চুরি ঋদ্ধিমান সাহার৷শুক্রবার গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রান করেন টিম ইন্ডিয়ার বাঙালি উইকেটকিপার ব্যাটসম্যান৷

শ্রীলঙ্কার ডানহাতি পেসার নুয়ান প্রদীপের শর্টপিচ ডেলিভারি ডিপ মিড উইকেট বাউন্ডারিতে পাঠিয়ে হাফ-সেঞ্চুরি করেন ঋদ্ধি৷শেষ পর্যন্ত ৬০ রানে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি৷প্রদীপের বাউন্সার ঋদ্ধি হুক করতে গেলে তাঁর হেলমেটে বল লেগে উইকেটকিপারের হাতে যায়৷শ্রীলঙ্কার ফিল্ডারদের জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার৷কিন্তু রিপ্লে-তে দেখা যায় বল পরিষ্কার ঋদ্ধির হেলমেটে লাগে৷১২০ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন ভারতীয় দলের বাঙালি ব্যাটসম্যান৷

এর আগে ঋদ্ধির ভারতীয় দলের হয়ে ঋদ্ধির সর্বোচ্চ রান ছিল ৩৬৷পাঁচ বছর আগে নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক টেস্ট ডেল স্টেইনদের বিরুদ্ধে লড়াকু ৩৬ রান করেছিলেন ঋদ্ধি৷ এদিন সেই স্কোর টপকে গেলেন ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ