কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার রাতে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাবরাং ইউনিয়নের মো. সাইফুল (২০), মো. শাহ আলম (২২), বশির আহমদ (৪৭), হরি প্রসাদ (৩৫) ও মিয়ানমারের নাগরিক রিয়াজ হোসেন (২১)।
টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান জানান, মিয়ানমার থেকে একটি নৌকাযোগে ইয়াবার চালান আসছে বলে তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সাবরাং নয়াপাড়ার ঝিনাপাড়ার নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়। রাত ১১টার দিকে একটি নৌকা বেড়িবাঁধে এসে ভেড়ে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে নৌকায় থাকা তিনজন পালানো চেষ্টা করেন। ধাওয়া করে সাইফুল, শাহ আলম ও রিয়াজকে আটক করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নৌকাটি জব্দ করা হয়েছে। ইয়াবাহ আটক তিনজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
অপরদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার ঝিনাপাড়া গ্রামে ইয়াবা বেচাকেনা হচ্ছে বলে খবর পাওয়া যায়। রাত ১০টার দিকে পুলিশের একটি দল অভিযান চালায়। সেখান থেকে ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ বশির ও হরি প্রসাদকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২১০