জেলের মধ্যে বন্দিদের নিজেদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল ১৪ জনের। এল সালভাডোর জেলের ঘটনা। জেলের মধ্যেই ব্যাপক সংঘর্ষ হয় বন্দিদের মধ্যে। গত বছর থেকে একাধিকবার বন্দি সংঘর্ষের ঘটনায় বারবার শিরোনামে এসেছে এল সালভাদোর জেল। রাজধানী সান সালভাদোর থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে কুয়েৎজাটিপিকে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ।
একটি দল নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু করে আর তাতেই মৃত্যু হয়। কিন্তু, কি কারণে এই সংঘর্ষ তা স্পষ্ট করে জানায়নি জেল কর্তৃপক্ষ। গত কয়েক বছরের পরিসংখ্যানে খুনের ঘটনার রাজধানী হয়ে ওঠে এই এল সালভাদোর। ৬.৪ মিলিয়ন বসবাসকারীর এই দেশে খুনের সংখ্যা ছুঁয়েছে ৩,৮৪০।
পোস্টটি যতজন পড়েছেন : ১০৯