৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জুটি গড়লেন ঈশানা মাশরাফি

বাংলাদেশের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মডেল-অভিনেত্রী ঈশানা সম্প্রতি একসঙ্গে একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। চুল রং করার পণ্য নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন গাজী শুভ্র।

শনিবার রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়। কোক স্টুডিও ছাড়াও বিএফডিসির দুই নম্বর ফ্লোরে বিজ্ঞাপনটির শুটিং হয়। এদিকে, বাংলাদেশের সফল অধিনায়কের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত মডেল অভিনেত্রী ঈশানা।

ঈশানা বলেন, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে আগে আমার পরিচয় ছিল না। তাঁর খেলা আমার ভালো লাগে। যখন তাঁর সঙ্গে আমার দেখা হয়, তিনি আমাকে প্রথমে বলেন, ‘আপনার কি এখানেই শুটিং?’ আমি তখন তাকে ‘হ্যাঁ’ বলি। এরপর আমরা কাজ শুরু করি। কাজের ফাঁকে আর কোনো কথা হয়নি। মাশরাফি ভাই অনেক ভদ্র, অনেক ঠাণ্ডা। পুরো শুটিংয়ে তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি যে- কেন মাশরাফি ভাই বাংলাদেশের সফল অধিনায়ক। অনেক চমৎকার একজন মানুষ তিনি।’

কিছুদিন পর বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান ঈশানা। এই বিজ্ঞাপনে, চুল পাকলে কীভাবে তা কালো করা যায় সেই পরামর্শ দিতে দেখা যাবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। এর আগে মাশরাফি একাধিক পণ্যের মডেল হয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ