
রংপুরে জাপানী নাগরিক হোসি কুনিওর হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারে এমন সন্দেহে রাজশাহী থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন নাহিদ ও শাহরিয়ার।
আটক দুইজনই রাজশাহীর ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা। আটককৃতদের আজই রংপুরে নেওয়া হচ্ছে।
গত ৩ অক্টোবর রংপুরের মাহিগঞ্জের আলুটারীতে একদল মুখোশধারীদের গুলিতে নিহত হন তিনি।
ঘটনার দিন সকালে কুনিও তার মুন্সিপাড়ার ভাড়া বাসা থেকে রিক্সায় করে প্রকল্পের কাজে আলুটারী এলাকায় পৌঁছালে ‘প্রেস’ লেখা নাম্বারপ্লেট বিহীন মোটরসাইকেলে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। বুকে, হাতে ও ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
তাৎক্ষণিকভাবে জাপানি নাগরিক হত্যার ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
ওই ঘটনায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩ ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।