নূতন পোশাক আর শাড়ির সাথে বাহারি গহনায় নিজেকে সাজাতে এবার বন্দর নগরী চট্টগ্রামের ঈদ উপলক্ষে জমে উঠেছে গহনার কেনাকাটা। স্বর্ণের দাম নাগালের বাইরে থাকায় সোনার প্রলেপের গোল্ড প্লেট ও হীরার পরিবর্তে ডায়মন্ড কাট ডিজাইনের রকমারি গহনা এবার ঈদে তরুণীদের প্রধান আকর্ষণ। আর ক্রেতাদের চাহিদা মেটাতে থাইল্যান্ড, কোরিয়া, চীনসহ বিভিন্ন দেশের নান্দনিক ডিজাইনের গহনা এনেছেন বিক্রেতারা। দাম কিছুটা বেশি হলেও নানন্দিক ডিজাইনের এসব গহনা লুফে নিচ্ছেন ক্রেতারা।
রোজার মাঝামাঝিতে এসে নারীদের ঈদের মূল কেনাকাটা অনেকটাই শেষ। এবার শুরু গহনার পালা। ঈদে বর্ণিল পোশাক আর শাড়ির সাথে মিলিয়ে গহনা কিনতে চট্টগ্রামের জুয়েলারি দোকানগুলো এখন কিশোরী ও তরুণীদের পদচারণায় মুখর। গহনার ক্ষেত্রে তরুণীদের প্রথম পছন্দ থাকে কানের দুল। বিক্রেতারা জানান, এবার মেয়েদের দুলে নতুন ক্রেজ মোবাইলের ব্লুটুথের আদলে ব্যতিক্রমী ডিজাইনের এয়ার রিং। বিক্রেতারা জানান, সোনার বিকল্প হিসাবে গোল্ডপ্লেট আর হীরার আদলে ডায়মন্ড কাটের চুরি, রিং, নূপুর ছাড়াও পাথর, কুন্দনসহ নানা মেটালের তৈরি গহনা বিক্রি হচ্ছে ভালো। আর নতুন পোশাক ও দুলের সাথে মিলিয়ে নেকলেস, চুড়ি, ব্রেসলেট, ফিঙ্গার রিং ও পায়েল কিনছেন নানা বয়সী মেয়েরা। সাথে যোগ হয়েছে বড় ডায়ালের ঘড়ি।
এক্ষেত্রে ফ্যাশনের পরিবর্তনে ক্রেতাদের চাহিদা পূরণে থাইল্যান্ড, কোরিয়াসহ ভিনদেশী নান্দনিক ডিজাইনের গহনায় দোকান সাজিয়েছে জুয়েলারি শপগুলো। ২শ’ থেকে সর্বোচ্চ চার হাজার টাকায় পাওয়া যাচ্ছে এসব গহনা। বিক্রেতাদের আশা ঈদের সময় যত ঘনিয়ে আসবে গহনা বিক্রি তত বাড়বে।