[english_date]

ছবি ভুলে এবার তুলুন থ্রিডি সেলফি

নিউ ইয়র্ক: সেলফি জ্বরে আক্রান্ত সবাই। কিন্তু কখনও কি ভেবেছেন, নিজের থ্রিডি সেলফিও তুলতে পারবে? সেলফি জমানায় এটাই নবতম আবিষ্কার হতে চলেছে। ডুব থ্রিডি আপনার শরীরের ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম। ৫৪ টি ডিএসএলআর, ৫৪ টি লেন্স, ৩ ডি মডেল, একটা ৩ ডি প্রিন্টার আর একটা ঘরের আকারের বড় স্ক্যানিং বুথ মিলিয়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ ক্যামেরা। ডাসেলডরফ এই প্রযুক্তি তৈরি করছে। নিউ ইয়র্কে দারুণ বাজারের এই ডাসেলডরফের ডুব শপ। এই ডুব শপে ঢুকে আপনি পোজ দেবেন, আর সবকটি ক্যামেরা পুরো শরীর মেপে নেবে। এই ক্যামেরাগুলি তৈরি করবে থ্রি ডি মডেল। সেটি প্রিন্ট করা হয়ে থ্রিডি প্রিন্টারে। সবথেকে ছোট আকারের থ্রিডি ছবি বানাতে সময় লাগবে কয়েক ঘণ্টা। একটা প্রমাণ সাইজের থ্রিডি ছবি বানাতে খরচ হবে প্রায় ৪৬ লাখ। ঠিক যেমন মাদাম তুসোতে গেলে সেলেব্রিটিদের মোমের মূর্তি দেখা যায়। অনেকটা তেমনই দেখাবে আপনার ওই ছবি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ