১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনের একজন ফ্যাশন ডিজাইনার ৩ কেজি সোনা দিয়ে তৈরি করলেন মেয়েদের অন্তর্বাস

এই দুনিয়ায় প্রতিদিনই বিছু  বিস্ময়কর কিছু ঘটনা ঘটে ।  আবার মানুষ কখনোবা এমন  কিছু করেন, যা দেখে বা জেনে  অন্যেরা রীতিমতো অবাক হয়ে  যায় । এমনই এক কাণ্ড  ঘটিয়েছেন চীনের একজন  ফ্যাশন ডিজাইনার ।

সম্প্রতি ওই ফ্যাশন ডিজাইনার এমন এক অন্তর্বাস তৈরি করেছেন তা রীতিমতো চমকপ্রদ এবং সাড়া ফেলে দিয়েছে । আর তিন কেজি ওজনের ওই অন্তর্বাসের সম্পূর্ণই তৈরি হয়েছে সোনা দিয়ে ।ওই অন্তর্বাস পরেই র‍্যাম্প মাতালেন চীনের তিন মডেল ।

কেউ হয়তো বা ভাবছেন যে আপনিও একটি কিনে নিবেন । কিন্তু সেই সুযোগ এখনই পাবেন না । কারণ আপাতত এই সোনার অন্তর্বাস বাজারজাত করা হচ্ছে না । অন্যসব বাদ দিয়ে সোনা দিয়ে অন্তর্বাস নির্মাণের পরিকল্পনা কেন? র‍্যাম্প শো’র পর ডিজাইনারের ভাষ্য, এর আগে বিভিন্ন জিনিস দিয়ে অন্তর্বাস তৈরি হলেও তা তেমন জনপ্রিয় হয়নি । তাই মহিলাদের পছন্দ, এমন কিছু দিয়ে তিনি অন্তর্বাস তৈরির পরিকল্পনা শুরু করেন । এই চিন্তা থেকেই তার মাথায় আসে সোনার বিষয়টি ।

এই অন্তর্বাসটির নিখুঁত ডিজাইন তৈরি করতে বেশ কয়েক মাস লেগেছে ওই চীনা ডিজাইনারের । এরপর শুরু হয় অন্তর্বাস নির্মাণ প্রক্রিয়া । অন্তর্বাসটি তৈরিতে খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ পাউন্ড । যা বাংলাদেশী টাকায় হবে প্রায় ৬০ লাখ টাকা । পুরো সোনা দিয়ে তৈরি হওয়ায় এ অন্তর্বাসটি মধ্যবিত্তদের নাগালের ধরা ছোঁয়ার বাইরে থাকবে ।

উল্লেখ্য যে এরআগে ভারতে চার কেজি ওজনের একটি সোনার শার্ট পড়ে জন্মদিনে হেটেছেন ন্যাশনাল কংগ্রেস পার্টির সদস্য পঙ্কজ পারেখ । পারেখের সোনার জামার দাম ছিল প্রায় ১.৩০ কোটি টাকা ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ