[english_date]

চিংড়ির ব্যাটার ফ্রাই

একে সোমবার, তারওপর সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি। এমন দিনে মন ভাল করতে পারে একমাত্র জমিয়ে পেটপুজো। বানিয়ে ফেলুন চিংড়ির ব্যাটার ফ্রাই।

কী কী লাগবে-
 
চিংড়ি মাছ-৩০০ গ্রাম(মাঝারি সাইজের)
চিনি-১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-১/৮ চা চামচ

ব্যাটারের জন্য

ময়দা-২ টেবিল চামচ
কারি পাউডার-১/৪ চা চামচ
ক্যালসিয়াম হাইড্রক্সাইড-১/৮ চা চামচ
তেল-ভাজার জন্য ১ বড় বাটি
জল-৪ থেকে ৬ টেবিল চামচ
নুন-স্বাদ মতো

কীভাবে বানাবেন-

চিনি ও গোলমরিচ গুঁড়ো চিংড়ি মাছে মাখিয়ে নিন। ময়দা, নুন ও কারি পাউডার একসঙ্গে জলে গুলে ব্যাটার বানিয়ে নিন। তেল গরম করুন। ব্যাটারের মধ্যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ভাল করে মিশিয়ে নিন। চিংড়ি ব্যাটারে ভাল করে ডুবিয়ে নিয়ে তেলে সোনালি করে ডিপ ফ্রাই করুন। টার্টার বা মাস্টার্ড সসের সঙ্গে পরিবেশন করুন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ