চার্লস শোভরাজ হয়ে এবার পর্দায় দেখা যাবে রণদীপ হুডাকে৷ আইনের চোখে ধুলো দিয়ে সিরিয়াল কিলার হিসেবে রাজ কর যাওয়া শোভরাজকে পর্দায় তুলে এনেছেন পরিচালক প্রওয়ল রামন৷ সম্প্রতি মুক্তি পেল সেই ‘ম্যায় অউর চার্লস’ ছবির ট্রেলর৷
এর আগেও রণদীপ হুডাকে বায়োপিকে দেখা গিয়েছে৷ কেতন মেহতার ছবি ‘রং রসিয়া’তা চিত্রকর রাজা রবি বর্মার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপরই এই সিরিয়াল কিলারের চরিত্রে৷ এ ছবিতে আর এক মূখ্য চরিত্রে আছেন রিচা চাড্ডা৷ শোভরাজের সঙ্গেই যে পুলিশ অফিসারের নাম উঠে আসে, সেই আমোদ কান্থের ভূমিকায় দেখা যাবে আদিল হুসেনকে৷ ছবিতে টিসকা চোপড়াও আছেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়৷ সত্তর দশকের পটভূমিকায় এ ছবির কাহিনি৷ ট্রেলরের ঝলকে দেখা গেল, রণদীপ বেশ সাবলীলভাবেই এ চরিত্রকে ফুটিয়ে তুলেছেন৷ এ ছবিতে তাঁর সংলাপ- ‘ ইট ইজ গুড টু বি ইভিল’-এই যেন ধরা আছে সোভরাজের চরিত্র৷
৩০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ‘ম্যায় অউর চার্লস’৷