নিউজ ডেক্স : চট্টগ্রাম বাকলিয়া থানার অন্যতম সামাজিক সংগঠন ভেড়া মার্কেট শ্রমজীবি কল্যাণ সমবায় সমিতি লিঃ পক্ষ থেকে করোনায় গৃহবন্দী ৫০০ শতাধিক শ্রমজীবি কর্মহীন মানুষের মাঝে চাউল, পেঁয়াজ, আলুসহ ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
৫ মে, বেলা ১২ টায় সমিতির কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, আমরা বাকলিয়াবাসীর সভাপতি রেজাউল করিম রেজা, শ্রমজীবি সমিতির সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ মামুন, অর্থ সম্পাদক হাজী হেলাল উদ্দীন, আব্দুর রশীদ, মোঃ কবির, দপ্তর সম্পাদক আহম্মদ নবী, সদস্য ইয়াহিয়া খান, নুরুল হক, মোঃ জোনায়েদ, সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সরকারের একার পক্ষে এই মহামারীর সময় দেশবাসীকে রক্ষা করা সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের করোনায় গৃহবন্দী কর্মহীন জনতার পাশে দাঁড়াতে হবে। বক্তারা বিলাসীতা ত্যাগ করে প্রথম বারের মত নিজের নতুন জামা কাপড়ের পাশ্ববর্তী নিরন্ন অসয়হা মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার আহ্বান জানান।