৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রাম দত্তকে নায়ক যখন ‘ভিলেন’

তিনি পর্দার ভিলেন৷ ক্যামেররা ওপারে তাঁর হাজারো কাজকর্মে অতিষ্ঠ হয়ে থাকেন সকলে৷  কিন্তু চিত্রনাট্যের বাইরের মানুষটা অন্যরকম৷ আর তাই আস্ত একটা গ্রাম দত্তক নেওয়ার কথা ভেবেছেন ভিলেন প্রকাশ রাজ৷ তেলেঙ্গানার মেহবুবনগর জেলাযর পিছিয়ে পড়া একটি গ্রাম দত্তেক নেওয়ার কথা জানিয়েছেন তিনি৷

 কোন্ডারেড্ডিপল্লি নামে একটি গ্রামের চাষবাস ইত্যাদির খরচ বহন করতে চান তিনি৷ নিজের ইচ্ছার কথা তিনি জানিয়েছেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর কাছে৷ জেলাশাসকের কাছেও তিনি তাঁর প্রস্তাব জানিয়ে দিয়েছেন৷ তাঁর ইচ্ছা, আধুনিক প্রযুক্তিতে পিছিয়ে পড়া গ্রামটিতে চাষবাসের কাজ করতে৷ বিভিন্ন গ্রামের উন্নয়নের জন্য সম্প্রতি তিনি তৈরি করেছেন ‘প্রকাশ রাজ ফাউন্ডেশন’৷ তেলেঙ্গানা রাজ্য সরকারের ‘গ্রাম জ্যোতি’ প্রকল্পের সঙ্গে হাতে হাত মিলিয়েই নানা কাজ করবে তাঁর সংস্থা৷

কিছুদিন আগে তেলুগু সুপারস্টার মহেশ বাবুও মেহবুবনগরের একটি গ্রাম দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন৷ চাষিদের পাশে এসে দাঁড়িয়েছিলেন বলি অভিনেতা নানা পাটেকরও৷ সিনে জগতের মানুষদের আলাদা গ্রহের বাসিন্দা হিসেবে নানা সময়ে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে৷ নানা পাটেকর থেকে প্রকাশ রাজ-তাঁদের কাজে ঘুচিয়ে দিচ্ছেন সে বদনাম৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ