গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তালিবান। সোমবার অন্তর্দ্বন্দ্বের জেরে পশ্চিম হেরাটে দু’দল তালিবান জঙ্গির মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক কম্যান্ডার-সহ ৯ জন জঙ্গির। তালিবানের নতুন নেতা নির্বাচনের পর শনিবার থেকেই দুই গোষ্ঠীর মধ্যে লাগাতার সংঘর্ষ চলছে। পশ্চিম এশিয়ায় আইএসআইএসের উত্থানকে লক্ষ্য করে বহুদিন আগেই ওয়াকিবহাল মহলের ধারণা ছিল নিজেদের মধ্যে লড়াই করেই ভেঙে যাবে তালিবান। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। পাক সংবাদমাধ্যম। মনে করা হচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বাড়লে আফগানিস্তানে তালিবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া বানচাল হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে।
সম্প্রতি মোল্লা ওমরের মৃত্যুর কথা স্বীকার করার পরে মোল্লা আখতার মনসুরকে শীর্ষ নেতা হিসেবে ঘোষণা করে তালিবানের একাংশ। এর পরেই গোল বাধে। মনসুরকে শীর্ষ নেতা মানতে রাজি নয় অনেক শীর্ষ তালিবান নেতাই। তাঁদের মধ্যে রয়েছেন মোল্লা ওমরের ভাই মোল্লা আব্দুল্লা মান্নান ও ছেলে ইয়াকুবও। পুস্তু ভাষায় রেকর্ড করা একটি অডিও বার্তা প্রচার করে মোল্লা আব্দুল্লা মান্নান জানিয়েছেন, ‘‘আমাদের পরিবার এখনও কোনও পক্ষে যোগ দেয়নি। আমরা চাই ধর্মগুরুরা (উলেমা) সমস্যার সমাধান করুন।’’
পোস্টটি যতজন পড়েছেন : ২০৪