ঘড়ির কাঁটায় রাত ১২টা পার হলেও শুরু হবে নতুন বছর। আর এই বছরকে স্বাগত জানাতে নতুন ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।
ডুডলে দেখা যায়, বিভিন্ন রঙের পাঁচটি পাখি তারের উপর বসে। লাল, হলুদ ও নীলচে রঙের পাঁচটি পাখি একটি তারের ওপর বসে আসে। তাদের মাঝে আছে একটা সবুজ রঙের ডিম। ‘২০১৬’ সাল লেখা ঐ ডিমটি নড়ছে। কিচু একটা বের হয়ে আসার অপেক্ষায় একটি পাখি ঘড়িও দেখছে।
পোস্টটি যতজন পড়েছেন : 140
























