১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাড়ি এবার বুল পাওয়ারে

আভিজাত্য ও গতির সংজ্ঞা বদলে দিতে তৈরি ফিনল্যান্ডের গাড়ি প্রস্তুতকারী সংস্থা টরোইডিয়ন। এখন থেকে আর গাড়ির মান হর্স পাওয়ারে নয়, বিচার করা হবে বুল পাওয়ারে। ওই সংস্থার তরফে বাজারে এক নতুন গাড়ি আনা হচ্ছে। ১৩৪১ হর্স পাওয়ারের ওই গাড়িটি শূন্য থেকে ৪০০ কিলোমিটারের গতি তুলবে মাত্র ১১ সেকেন্ডে।

সব থেকে আকর্ষণীয় বিষয়, গাড়িটি ডিজেল বা পেট্রোলে নয় চলবে বিদ্যুতে। অর্থাৎ রেসের ময়দানে হোক বা পরিবারের সঙ্গে লং ড্রাইভে চলুন নির্দ্বিধায়। এখনও সংস্থার তরফে গাড়িটির দাম ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে গাড়িটির দাম হতে চলেছে প্রায় সাড়ে ছয় কোটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ