
বৃহস্পতিবার আইসিসি মহিলাদের ক্রিকেট র্যাঙ্কিংয়ের এক নতুন নিয়ম চালু করেছে৷ সেখানে টি-২০, ওয়ানডে ও টেস্ট এই তিন ফর্ম্যাটের রেজাল্টকে মিলিয়েই র্যাঙ্কিং তৈরি করা হবে৷ আলাদা করে প্রতিটি ফর্ম্যাটের জন্য আর র্যাঙ্কিং থাকবে না৷
র্যাঙ্কিংয়ের এই নতুন সিস্টেম চালু হওয়ায় খুশি হয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন মিতালি রাজ৷ তিনি বলছেন,‘ এই নতুন নিয়মে আমি খুশি হয়েছি৷ যখন দলগুলি দ্বি-পাক্ষিক সিরিজ জিতবে তখন শুধু মাত্র টিমগুলি বিশ্বকাপ খেলায় যোগ্যতাই পাওয়ার কাছাকাছিই আসবে না, তারউপর এই র্যাঙ্কিং তাদের পরিশ্রমকে সম্মানও জানাবে৷ ২০১৭ ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন করাই এখন আমাদের লক্ষ্য৷ আমরা কঠোর পরিশ্রম করলেও র্যাঙ্কিংয়েও উপরের দিকে আসতে পারব৷’ এই মুহূর্তে ১১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া তারপরেই নিউজিল্যান্ড (১০৯) ও ভারত (১০৫)৷