বাংলাদেশি ধর্মীয় কট্টরপন্থীদের থেকে বিগত কয়েক মাস ধরে ক্রমাগত হুমকির জেরে ভারত ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিলেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
এদিন, নিউইয়র্কের উপদেষ্টা সংগঠন সেন্টার ফর এনক্যোয়ারি-র তরফে এই কথা স্বীকার করে জানানো হয়েছে যে, জঙ্গিগোষ্ঠী আল-কায়দা ঘনিষ্ঠ ইসলাম-ধর্মাবলম্বী কট্টরপন্থীরা তসলিমাকে খতম করার হুমকি দিচ্ছিল। বস্তুত এই গোষ্ঠীই সাম্প্রতিককালে তিন বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান এবং অনন্ত বিজয় দাসকে হত্যার দায় স্বীকার করেছে।
প্রাণনাশের আশঙ্কা থেকেই তসলিমা ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন বলেও জানিয়েছে ওই মার্কিন সংগঠন। এখন প্রাণ বাঁচাতে অনির্দিষ্টকালের জন্য তিনি মার্কিন মুলুকেই থাকতে চাইছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২২৩