বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাস্ট্রদূত।
রবিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির, সাবিহ উদ্দীন আহমেদ ও এনাম আহমেদ চৌধূরী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি সৌদি আরবের হেরেম শরীফে ক্রেন দূর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা করেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২২৩