৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কয়েন বানাল আইএস

নিজেরা কয়েন বানিয়ে এবার তার ছবি সোশ্যাল মিডিয়ায় আনল জঙ্গি গোষ্ঠী আইএসআইএস। দীর্ঘদিন ধরেই এমন কয়েনের কথা জানা গিয়েছিল। এবার তা প্রকাশ্যে এল। একটি ছবিতে দেখা যাচ্ছে কয়েনের এপিঠে শস্যের ছবি, অপর পিঠে বিশ্বের মানচিত্র। নিজেদের ঔদ্ধত্য প্রকাশ করতেই হাওয়ায় ওড়া শস্যের ছবি  দেওয়া হয়েছে বলে দাবি আইএসের।
আরবি ভাষায় লেখা রয়েছে কয়েনের গায়ে। আইএস যে ক্রমশ আরও বেশি ক্ষমতাশালী হচ্ছে, এই কয়েন তা আরও একবার প্রমাণ করল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ