একই দিনে দুই পাক সরকারের প্রতিনিধি কড়া বার্তা দিলেন ভারতকে। পাক অধিকৃত কাশ্মীর থেকে যেমন সীমান্তে গুলি চালানো নিয়ে ভারতের উপর দোষ চাপালেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তেমনই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসলামাবাদ স্বল্প বা দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত। ভারত যুদ্ধ চাপিয়ে দিলে পাকিস্তান তার যথাযথ জবাব দেবে।
চলতি সপ্তাহের গোঁড়ার দিকে ভারতের সেনাপ্রধানের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন জবাব দেন খাজা আসিফ। খাজা আসিফ বলেন, বিশ্ব বিশেষ করে এ অঞ্চলে শান্তি স্থাপনের প্রতি পাকিস্তানের দৃঢ় বিশ্বাস রয়েছে। তিনি আরও বলেন, ১৯৬৫ সালে লাহোর দখল করার ভারতীয় স্বপ্ন গুড়িয়ে দিয়েছিল পাক সেনাবাহিনী। ভবিষ্যতে একই কাজ করবে বলে জানান তিনি। দেশের ভিতরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাক বাহিনী নিয়োজিত রয়েছে একই সঙ্গে বাইরের আক্রমণের সঙ্গেও তারা মোকাবিলা করবে।