আর্জেন্তিনোস জুনিয়র্সের মিডফিল্ডার ইজেকুইয়েল হ্যামের পা ভেঙে গিয়েছে৷ সৌজন্যে কার্লোস তেভেসের জঘন্ন একটা ট্যাকলে। নিজের এই কাজের জন্য এবার ক্ষমা চেয়েছেন ওই ম্যাচে জোড়া গোল করে বোকা জুনিয়র্সকে জেতানো আর্জেন্তাইন ফরোয়ার্ড।আর্জেন্তিনা জুনিয়র্সের বিপক্ষে সেই ম্যাচটি ৩-১ গোলে জেতে তেভেসের দল বোকা। ম্যাচে কড়া ট্যাকেলের জন্য তেভেজকে কোনও কার্ড দেখাননি রেফারি৷
কিন্তু ম্যাচ শেষে হ্যামের পা ভেঙে যাওয়ার ঘটনাটি জানতে পেরে অনুতপ্ত মেসির সতীর্থ৷ এ মরশুমেই জুভেন্তুাস ছেড়ে বোকাতে নাম লিখিয়েছেন তেভেজ৷ তিনি বলছেন,‘ আমি ইচ্ছে করে ওকে আঘাত করিনি। আমি দু:খিত। কারণ আমি কখনই চাইনি ও আঘাত পাক। আমি জীবনে কখনও কাউকে আঘাত করিনি৷ এটাই আমার প্রথম।আমি হ্যামকে দেখতে যাব এবং গিয়ে ক্ষমা চাইব৷ এটাই আমার করণীয়৷’
পোস্টটি যতজন পড়েছেন : ২১৭