প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে প্রথমেই বেআইনি অভিবাসীদের দেশ থেকে বের করবেন৷রবিবার এমনটাই ঘোষণা করলেন রিপাব্লিকান নেতা ডোনাল্ড ট্রাম্প৷এদিন এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাদের যেতে হবে৷হয় আমাদের দেশ থাকবে, না হয় আমাদের দেশ থাকবে না৷’ পাশাপাশি, ওবামার অভিবাসন নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ ক্ষমতায় এলে সেই নীতিতেও বদল আনবেন বলে এদিন জানিয়েছেন ট্রাম্প৷
এর মধ্যেই, চলতি বছরে বেআইনিভাবে প্রবেশ করার অভিযোগে মোট ৬৮ জন ভারতীয়কে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। কোনও বৈধ নথিপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 221